পাট্টা ইউনিয়নের মধ্যে দিয়ে একেঁবেকেঁ বয়ে গেছে ০৬ টি খাল। এর প্রায় প্রত্যেকটি খালেই নানা ধরনের মাছ চাষ করা হয়। খালগুলো পাট্টা ইউনিয়নকে আরো সৌন্দ্যর্য্য করে তুলেছে। বর্ষায় খালে মাছ ধরে জেলেরা। খালের পানিতে সাঁতার কাটে ছোট ছোট ছেলে মেয়েরা। নিম্নে পাট্টা ইউনিয়নের কয়েকটি প্রধান প্রধান খালের নাম দেওয়া হল। যথাঃ
১। আঁধার কোঠা খাল।
২। পাট্টা বিলনিহারী খাল ।
৩। পাট্ট বিলের খাল।
৪। মুছিদাহ খাল।
৫। জাগীরকয়া বিলের কাটা খাল।
৬। পুইজোর থেকে আশুরহাট খাল।
৭। বয়রাট গ্রামের পাশ দিয়ে সিরাজপুর হাওর একে বেকে বয়ে গেছে গড়াই নদিতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস